চেন্নাই, ২২ জুলাই ঃ চেন্নাইয়ে নির্মীয়মাণ শেড ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন অন্তত ২৮ জন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের কান্দানচাভাদি এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার একটি হাসপাতালে বিশাল শেড নির্মাণের কাজ চলছিল। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ হঠাত্ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন কর্মরত প্রায় পঞ্চাশ জন শ্রমিক। প্রথমে কীভাবে উদ্ধারকাজ চালানো হবে, তাই নিয়ে ধন্দে পড়ে গিয়েছিল স্থানীয় প্রশাসন। পরে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসে উদ্ধার কাজে হাত লাগায়। একে একে বের করে আনা হয় আটকে থাকা শ্রমিকদের। কী কারণে দুর্ঘটনা, তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, নির্মাণে গলদ থাকাতেই শেডের লোহার গার্ডারটি ভেঙে পড়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LePB49
July 22, 2018 at 11:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন