নয়াদিল্লি, ১১ জুলাইঃ ভুয়ো খবর নিয়ন্ত্রণের জন্যে নতুন পদক্ষেপ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একটি বিজ্ঞপ্তি জারি করে সেটি জানিয়েছে সংস্থা। এবার থেকে কোনও ম্যাসেজ ফরওয়ার্ড করা হলে সেটি বোঝা যাবে। কেউ যদি কোনও ফরওয়ার্ডেড ম্যাসেজ অপর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠায়, তাহলে সেখানে ‘ফরওয়ার্ডেড’ কথাটা ম্যাসেজের ওপরে লেখা থাকবে। যে ম্যাসেজটি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজে তৈরি করেছেন, সেখানে ‘ফরওয়ার্ডেড’ কথাটি লেখা থাকবে না। ‘ফরওয়ার্ডেড’ কথাটা ওয়ান-অন-ওয়ান বা গ্রুপে পাঠানো সমস্ত ম্যাসেজের ওপরই লেখা থাকবে। হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি পেতে ব্যবহারকারীকে শুধুমাত্র নিজের ফোনে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সানটি ইনস্টল করতে হবে।
সংস্থার মতে, কোনও ফরওয়ার্ডেড ম্যাসেজ পাঠানোর আগে একজন ব্যবহারকারী অন্তত দুবার ভাববেন ম্যাসেজটি তিনি পাঠাবেন না সেখানে লেখা কথাগুলো গুজব ছড়ানোর প্রচেষ্টা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N90TU3
July 11, 2018 at 05:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন