ঢাকা, ২৫ জুলাই- বুধবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই গরম খবর, এবার আর ক্যারিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল খেলবেন না সাকিব আল হাসান। কেন খেলবেন না? তবে কি বিসিবি যে তাকে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে নিষেধ করে দিয়েছে, তাই এবার সিপিএল না খেলার সিদ্ধান্ত? নাকি ভারতের সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর আইপিএলের সাথে পাকিস্তান সুপার লিগ খেলার ইচ্ছে সাকিবের? সে কারণেই সিপিএলের অফার ছেড়ে দেয়া? অস্ফুট গুঞ্জন। এদিকে বিকেল গড়াতেই খবর, আসলে এবার হজে যাচ্ছেন সাকিব আল হাসান। তাই ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলবেন না। ওই সময়ই পবিত্র হজ পালন করবেন বলেই সিপিএল না খেলার সিদ্ধান্ত। বিষয়টি কতটা সত্য? জানতে যোগাযোগ করা হলো মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। প্রধান নির্বাচকের জবাব, কই, আমি কিছু জানি না তো। সাকিব হজে যাবে কি-না, সত্যি আমার জানা নেই। আর হজ এমন সময়, যার সাথে জাতীয় দলের কোন কার্যক্রমের ক্ল্যাশ হবারও সম্ভাবনা নেই। হজের সময় টাইগারদের কোন অ্যাসানমেন্টও নেই। সাকিবের হজে যাওয়া সম্পর্কে নিশ্চিত করে কোনো কিছু বলতে না পারলেও প্রধান নির্বাচক একটি নতুন তথ্য দিয়েছেন । তা হলো, এবার সিপিএল খেলতে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া আগেই জানিয়েছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস মাহমুদউল্লাহ রিয়াদকে ৭০ হাজার মার্কিন ডলার মূল্যে নিলামে কিনেছে। তাই মাহমুদউল্লাহ রিয়াদের সিপিএল খেলার গুঞ্জনটা স্বাভাবিক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আরো নিশ্চিত করেছেন, গুঞ্জন নয়। রিয়াদ সিপিএল খেলতে যাবেন। তার ভাষায়, রিয়াদ আমাদের কাছে আগস্ট ও সেপ্টেম্বর মাসেরও কিছু সময় ছুটি চেয়েছে এবং সেটা সিপিএল খেলার জন্য। নান্নু জানান, পুরো আগস্ট মাস ছুটি চেয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। এবং নান্নুর কথায় ও শরীরী অভ্যিক্তিতে মনে হলো, তারা মানে বিসিবি মাহমুদউল্লাহ রিয়াদকে সিপিএল খেলার অনুমতিও দেবেন। এদিকে সাকিবের হজে যাবার বিষয়টি সম্পর্কে জাতীয় দলের প্রধান নির্বাচক নিশ্চিত করে কিছু বলতে না পারলেও বিসিবি লজিস্টিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, গুঞ্জন নয়, খবর সত্য। বিসিবি লজিস্টিক কমিটির এক ঊর্ধ্বতন কর্তা বলেন, হ্যাঁ, সাকিব এবার হজব্রত পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এবং সব কিছু ঠিক থাকলে হয়ত এবারই হজে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাধারণতঃ ক্রিকেটার, কোচ, জাতীয় দলের কোচিং স্টাফসহ দলের যাবতীয় আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব লজিস্টিক কমিটির। জাতীয় দলের ক্রিকেটারদের কোনো বিদেশি লিগ খেলতে যাওয়া, চিকিৎসার জন্য বিদেশ গমনসহ নানা ধরণের কাজকর্মের যোগানদাতাও এই লজিস্টিক কমিটি। জাতীয় দলের ক্রিকেটাররা কোনো ফ্র্যাঞ্চাইজি বা বিদেশি লিগ খেলতে গেলে লজিস্টিক ম্যানেজার বা সহকারী ম্যানেজারই তাদের প্রয়োজনীয় ও দরকারি কাজে সহায়তা করেন। তাদের যাওয়া-আসার টিকিট কনফার্ম, যাওয়া ও আসার সময় বিমানবন্দরেও লজিস্টিক ম্যানেজারই যান। তবে যতদূর জানা গেছে-সাকিব যে এবার হজে যাবেন, তা তিনি নিজে মুখ ফুটে এখন পর্যন্ত বিসিবির কাউকেই বলেননি। আলাপে লজিস্টিক কমিটির ওই কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাকিবের মা তাকে নিশ্চিত করে বলেছেন, সাকিব এবার হজ্জে যাবে। এদিকে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সাকিব হজে গেলেও তার বিসিবির কাছ থেকে ছুটি নেয়ার দরকার পড়বে না। কারণ জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আর দরজায় কড়া নাড়া এশিয়া কাপ ক্রিকেটের এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে। খেলা মাঠে গড়াবে আগামী ১৫ সেপ্টেম্বর । পবিত্র হজব্রত পালন করে দেশে ফিরেও সাকিব অনায়াসে জাতীয় দলের ক্যাম্পে অংশ নিতে পারবেন। তবে সিপিএল খেলতে গেলে রিয়াদের ছুটি নিতে হবে। কারণ সূচি অনুযায়ী, রিয়াদের দল সেন্ট কিটস নেভিস প্যাট্রিয়টসের খেলা আছে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে তার দল সেমিফাইনালে উঠলে এই অলরাউন্ডারের হয়তো তাতে অংশ নেয়া হবে না। কারণ প্লেঅফ ১ ও প্লেঅফ ২ এবং সেমিফাইনাল চলবে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর। আর ফাইনাল ১৬ সেপ্টেম্বর। বলার অপেক্ষা রাখে না, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। আর প্রথম দিনই দুবাইতে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সাথে। কাজেই বলেই দেয়া যায় রিয়াদ সিপিএলে গ্রুপ পর্বের বেশি খেলতে পারবেন না। এমএ/ ০৮:১৫/ ২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2v4To9f
July 26, 2018 at 02:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top