বিশ্বনাথে আট ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

750x4001531044092_87777বিশ্বনাথ  (সিলেট) প্রতিনিধি :: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিশ্বনাথ উপজেলা সদরের পুরাতনবজারের রাজধানী রেষ্টুরেন্ট ৪ হাজার, নিউ শাহজালাল স্টোর ৩ হাজার, হানিফা স্টোর ৪হাজার, তছির এন্টারপ্রাইজ ৪হাজার, আলামিন স্টোর ৪হাজার, ফিজা এন্ড কোঃ ৪হাজার, খোকাবাবু স্টোর ৩ হাজার ও ভোজনঘর রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, রেস্তরায় অপরিচন্ন পরিবেশে খাবার রাখা, মুদিদোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মোড়কে খুচরা মূল্য তালিকা না থাকায় ৮ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zl2fJ9

July 08, 2018 at 04:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top