দৃষ্টিহীনদের জন্য আসছে ব্রেইল ভোটার আইডেনটিটি কার্ড

কলকাতা, ৫ জুলাইঃ দৃষ্টিহীনদের ভোটার আইডেনটিটি কার্ডে থাকতে চলেছে ব্রেইলের সুবিধা। বুধবার এই কথা জানান চিফ ইলেকশন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। জানা গিয়েছে, ভোটের আগে একই পদ্ধতিতে তাঁদের সরবরাহ করা হবে ফোটো ভোটার স্লিপ। ঠিক হয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য প্রতিটি বিধানসভা, জেলা এবং রাজ্যস্তরে কো-অর্ডিনেটরও নিয়োগ করা হবে।

দিল্লিতে দু’দিন ধরে চলা বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচন কমিশন ঠিক তৈরি করেছে একগুচ্ছ পরিকল্পনা। এই বৈঠকে অন্য সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জানা গিয়েছে, দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে ভোটার আইডেনটিটি কার্ড, ফোটো ভোটার স্লিপ দেওয়ার পাশাপাশি যেমন কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে, তেমনই কমিশনের নিজস্ব ব্যবহারের জন্য তাড়াতাড়ি আনা হবে একটি অ্যাপও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NsWpbU

July 05, 2018 at 12:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top