নয়াদিল্লি, ২১ জুলাইঃ পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার প্রেসিডেন্টকে ২০০ গোরু উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি দুদিনের সফরে রুয়ান্ডা যাচ্ছেন। সে দেশের প্রেসিডেন্ট পল কাগামেকে ২০০টি গোরু উপহার দিয়ে শুভেচ্ছা জানাবেন তিনি। কারণ, রুযান্ডার প্রাচীন জনশ্রুতি অনুযায়ী, কাউকে গোরু উপহার দেওয়ার অর্থ তাঁর প্রতি গভীর ভালোবাসা জ্ঞাপন ও সমৃদ্ধি কামনা করা। প্রাচীনকালে রুয়ান্ডায় গোরুকে মুদ্রার সমতুল বলে গণ্য করা হত। এখনও এই দেশের ৮০ ভাগ মানুষ কৃষিজীবী। দানের গোরুগুলিকে স্থানীয় এলাকা থেকেই সংগ্রহ করা হবে, যাতে তারা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mxGoVG
July 21, 2018 at 10:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন