আগে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারবেন না শ্রীলংকা দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, চান্দিমাল এবং ম্যানেজার গুরুসিনহা। চূড়ান্ত শুনানি শেষে আইসিসি জানিয়েছে, চারটি ওয়ানডেতেও নিষিদ্ধ থাকবেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বল বদলানো বিতর্ক টেম্পারিংয়ের অভিযোগ পর্যন্ত গড়ায়। সেটির জেরে শাস্তি পান দিনেশ চান্দিমাল। বল টেম্পারিংয়ের জন্য তিন টেস্ট সিরিজের শেষটিতে লংকান অধিনায়ককে নিষিদ্ধ করেছিল আইসিসি। দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দেয়া শাস্তির বিরোধিতা করে প্রায় দুই ঘণ্টা মাঠে নামেনি শ্রীলংকা। যাকে অখেলোয়াড়সুলভ আচরণ বলেছে আইসিসি। এজন্য লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার গুরুসিনহাকেও এখন শাস্তি দেয়া হল। শাস্তির পাশাপাশি ছয়টি করে ডিমেরিট পয়েন্টও তাদের নামের পাশে যোগ হবে। চান্দিমালের এখন ১০টি ডিমেরিট পয়েন্ট। সামনের দুই বছরে ১২ কিংবা তার বেশি হলে আরও তিন টেস্ট অথবা ছয়টি ওয়ানডে/টি ২০-তে নিষিদ্ধ হবেন তিনি। ওয়েবসাইট। সূত্র: যুগান্তর এমএ/ ১২:২৩/ ১৭ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jvl4ZZ
July 17, 2018 at 06:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন