লখনউ, ১০ জুলাইঃ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর কাছে ১০ লক্ষ টাকা চাইল এক ব্যক্তি। ঘটনাটি সামনে আসতেই প্রতিবাদের ঝড় ওঠে। উত্তরপ্রদেশের বাহরাইচের ঘটনা। নিজের মেয়ের পিতৃপরিচয় আদায় করতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
ওই মহিলা জানিয়েছেন, কন্যাসন্তান জন্ম দেওয়ায় তাঁর স্বামী মেয়ের মুখও দেখেনি। প্রথমেই তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় স্বামী। অনেক কাকুতি মিনতি করেও কাজ হয়নি। অবশেষে তাঁর স্বামী সাফ জানিয়ে দেয়, তাকে ১০ লক্ষ টাকা দেওয়া হলেই সে মেয়েসমেত স্ত্রীকে নিজের বাড়িতে তুলবে। স্বামীর শর্ত পূরণ করা ওই মহিলার পক্ষে সম্ভব ছিল না। এরপরই ওই মহিলা নিজের মেয়ের পিতৃপরিচয় আদায় করতে আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি নিজের দাবি আদায়ের জন্য পুলিশ সুপারিটেনডেন্টের দপ্তরেও যান। মহিলার অভিযোগ শোনার পর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রাথমিক তদন্ত শুরু করার নির্দেশ দেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2um8438
July 10, 2018 at 05:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন