ব্রাহ্মোসের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিআরডিও

বালেশ্বর, ১৬ জুলাইঃ ব্রাহ্মোস সুপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ  করল ডিআরডিও। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ওডিশার বালেশ্বরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে নতুন মডেলের ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের আয়ু ১০ থেকে ১৫ বছর বাড়ানোর লক্ষ্য নিয়ে এদিন পরীক্ষাটি চালানো হয়েছে বলে সূত্রের খবর। ব্রাহ্মোসের উড়ানসীমা সাধারণত ২৯০ কিলোমিটার। শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিবেগে এটা উড়তে পারে। এ ছাড়া নিজেকে আড়ালে রেখে শত্রুপক্ষকে আঘাত করার ক্ষমতাও আছে ব্রহ্মোসের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nmzluv

July 16, 2018 at 07:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top