ঢাকা, ০৭ জুলাই- বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার বাজার ধরতে মরিয়া কলকাতার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তার কৌশলের অংশ হিসেবেই তারা লগ্নি করছে যৌথ প্রযোজনার ছবিতে। তবে যৌথ প্রযোজনা নিয়ে সম্প্রতি হতাশা বিরাজ করছে দুই বাংলাতেই। তাই তাদের দৃষ্টি এখন সফাট চুক্তিতে। কলকাতীয় স্টাইল ও ফ্লেভারে সিনেমা নির্মাণ করে সেগুলো মুক্তি দেয়া হচ্ছে বাংলাদেশে। সেই প্রচেষ্টার তুরুপের তাস হিসেবে নায়ক যেমন জিৎ-দেবরা তেমনি আছেন বাংলাদেশের শাকিব খানও। শাকিবকে নিয়ে শিকারী ছবিটি মুক্তির পর বেশ ভালোই আশাবাদী কলকাতার প্রযোজকেরা। যৌথ প্রযোজনার বাইরে তারা সাফটা চুক্তিতেও শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণে মনযোগী হয়েছেন। যদিও এখন পর্যন্ত সাফটায় ব্যবসার মুখ দেখেনি কোনো ছবি। সাফটায় বাংলাদেশে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি। সেই তালিকায় আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি মাস্ক। শাকিব খানের বিপরীতে এই ছবিতে একসঙ্গে দেখা যাবে নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জিকে। আসছে আগস্টেই এটি কলকাতায় মুক্তি পাবার কথা রয়েছে। কলকাতার গণমাধ্যমগুলোর বরাতে জানা গেল, ছবিটির নাম বদলে যাচ্ছে। মাস্ক থেকে এটি হয়ে যাচ্ছে নেকাব। রাজীব কুমার পরিচালিত নেকাব ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। যিনি কিনা মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন। তবে পুরোপুরি ভৌতিক ছবি নয় এটি। আছে ক্লাইমেক্স, টুইস্ট ও রোমান্সও। এখানে আরও অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ প্রমুখ। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2m1a0KZ
July 08, 2018 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top