নয়াদিল্লি, ১৮ জুলাইঃ বুধবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ বাদল অধিবেশন। অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। অন্ধ্রপ্রদেশের বিশেষ স্ট্যাটাসের দাবিতে প্রতিবাদ করতে শুরু করে তেলুগু দেশম পার্টি। বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। ২০১৯ সালের মার্চ মাসেই সম্ভবত লোকসভা নির্বাচন হতে চলেছে। তার আগে মোদি সরকারের মেয়াদে এটিই হতে চলেছে শেষ বর্ষাকালীন অধিবেশন। তার আগে মঙ্গলবারই কংগ্রেস ঘোষণা করেছে সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব আনবে। তাই আশঙ্কা রয়েছে বাজেট অধিবেশনের মতো এবারও অচলাবস্থা দেখা দিতে পারে সংসদে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2O01b0P
July 18, 2018 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন