নয়াদিল্লি, ১৭ জুলাইঃ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা রুখতে নতুন আইন তৈরির প্রস্তাব দিল সুপ্রিমকোর্ট। মঙ্গলবার একগুচ্ছ মামলার শুনানিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন একটি বেঞ্চ গণরোষে পিটিয়ে মারার ঘটনা রুখতে রাজ্য ও কেন্দ্র সরকারগুলিতে আরও সক্রিয় হতে বলল। সুপ্রিমকোর্ট এদিন মন্তব্য করে, দেশের কোনও নাগরিকই আইন নিজের হাতে নিতে পারে না। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। সরকারকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে।
দেশে গো রক্ষকদের কার্যকলাপ নিয়েও মন্তব্য করে শীর্ষ আদালত। বেঞ্চ মন্তব্য করে গো রক্ষকদের কার্যকলাপ মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, দেশে গো রক্ষকদের বাড়বাড়ন্ত নিয়ে জনস্বার্থ মামলা করেন কংগ্রেস নেতা তহসিন পুনাওয়ালা ও তুষার গান্ধী। সেই মামলার শুনানিতে ওই মন্তব্য করে শীর্ষ আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2usfkvq
July 17, 2018 at 05:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.