প্রয়াত হলেন পদ্মভূষণ গোপাল দাস নীরজ

নয়াদিল্লি, ২০ জুলাইঃ প্রয়াত হলেন হিন্দি সাহিত্যের বিখ্যাত কবি এবং গীতিকার পদ্মভূষণ গোপাল দাস নীরজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁর মৃত্যু হয়। এইমস-এর ট্রমা সেন্টারের প্রধান রাজেশ মালহোত্রা জানিয়েছেন, আগ্রার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন কবি। সেখানকার হাসপাতালের তাঁর চিকিৎসা চলছিল। তাঁর কিডনিতে সমস্যা এবং সারা শরীরে ইনফেকশন ছিল।

বলিউডের বিভিন্ন ছবির জন্য সংগীত রচনাকারী ১৯৯১ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ২০০৭ সালে পান পদ্মভূষণ। প্রখ্যাত এই কবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেন, ‘কবি এবং গীতিকার গোপাল দাস নীরজের মৃত্যুতে দুঃখিত। ব্যতিক্রমী স্টাইল শ্রী নীরজকে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যুক্ত করেছে। তাঁর অনুরাগীদের সান্ত্বনা জানাই।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uM2BDb

July 20, 2018 at 02:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top