মুম্বই, ২৮ জুলাইঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২০ জনের। মহারাষ্ট্রের রায়গড় জেলার মাউন্টন রোড দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। জানা গিয়েছে, বাসটি কোঙ্কন কৃষি বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনকে নিয়ে যাচ্ছিল, যার মধ্যে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও ছিলেন। এখনও পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে একজন কোনোভাবে পাহাড় বেয়ে উঠতে সক্ষম হয়েছে। তিনি কোনোমতে পুলিশে খবর দিলে শুরু হয় উদ্ধারকাজ।
রাজ্যের মন্ত্রী বিনোদ তাওডে টুইট করেন, ‘রায়গড়ের কাছে মুম্বই-গোয়া হাইওয়েতে মাউন্টেন রোডে একটি বাস গভীর কাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় কোঙ্কন কৃষি বিদ্যাপিঠের অন্তত ৩০ জন পড়ুয়া পথ দুর্ঘটনায় আহত হয়েছে। উদ্ধারকাজ চলছে। শিঘ্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vknRjR
July 28, 2018 at 04:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন