উমর খালিদের বহিষ্কার, কানহাইয়ার ১০ হাজার টাকার জরিমানা বহাল জেএনইউ কমিটির

নয়াদিল্লি, ৫ জুলাইঃ ২০১৬-র ৯ ফেব্রুয়ারির বিতর্কিত ঘটনায় উমর খালিদের বহিষ্কার, কানহাইয়া কুমারের ১০ হাজার টাকার জরিমানার সাজা বহাল রাখল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের(জেএনইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি।

২০০১ এর সংসদ চত্বরে জঙ্গি হামলা মামলায় দোষী ঘোষিত আফজল গুরুর ফাঁসির বিরোধিতার পাশাপাশি ভারত-বিরোধী স্লোগান উঠেছিল বলে অভিযোগে সরগরম হয় গোটা দেশ। গোটা ঘটনায় জড়িত থাকার দায়ে কানহাইয়া, খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যকে রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁরা এখন জামিনে জেলের বাইরে রয়েছেন।

আফজলের প্রতি সহানুভূতি দেখানোয় খালিদ ও আরও ২ পড়ুয়াকে বহিষ্কার ও সেই সময়কার ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারের ১০ হাজার টাকা জরিমানার সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের এক কমিটি। ৫ সদস্যের কমিটি শৃঙ্খলাভঙ্গের দায়ে আরও ১৩ পড়ুয়ার বিরুদ্ধেও আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেয়।
এর বিরুদ্ধে পড়ুয়ারা দিল্লি হাইকোর্টে আবেদন করেন। সেই কর্তৃপক্ষই আজ শাস্তি বহাল রাখে। তবে কয়েকজন পড়ুয়ার জরিমানার অঙ্ক কমানো হয়েছে বলে জানা গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KQn3K3

July 05, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top