জামাই খুন,কাঠগড়ায় শ্বশুরবাড়ি

রায়গঞ্জ, ১৯ জুলাইঃ জামাইকে ডেকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার গোড়াহার এলাকায়‌। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সইদুল ইসলাম (২৫)। বাড়ি বিহারের আবাদপুর থানার ইসমাইলপুর গ্রামে। মৃতের বাবা মইনুদ্দিন আলি জানান, ‘বছর দেড়েক আগে আমার ছেলে সইদুল ইসলামের সঙ্গে ইটাহারের গোড়াহার এলাকার বাসিন্দা ফারুক মহম্মদের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। দিন পনেরো আগে সালিশি সভার মাধ্যমে দুইজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর বুধবার ফোন কেনার জন্য রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমার ছেলে, রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় তার খোঁজ-খবর শুরু করি। এরপর আজ সকালে খবর পাই শ্বশুরবাড়ির কাছেই আমার ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে।’ মৃতের বাবার অভিযোগ, ‘শ্বশুরবাড়ির লোকেরা আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে খুন করেছে।’ পাঁচ জনের বিরুদ্ধে ইটাহার ও আবাদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন দুপুরেই এই ঘটনার খবর পেয়ে ইটাহার থানার ওসি এনটি ভুটিয়ার নেতৃত্বে পুলিশ গিয়ে সইদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ইটাহার থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2msChKo

July 19, 2018 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top