সেন্ট কিটস, ২৮ জুলাই- ক্যারিবীয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে যায়গা পান উইকেট রক্ষক ও ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। কিন্তু নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন তিনি। প্রস্তুতি ম্যাচে খারাপ খেললেও মূল একাদশে জায়গা পান এনামুল। পক্ষান্তরে প্রস্তুতি ম্যাচ দারুন একটি ইনিংস খেললেও একাদশে জায়গা হয়নি লিটন কুমার দাসের। সুযোগ পাওয়া এনামুলের তিন ম্যাচে রান ৩৩। প্রথম ওয়ানডেতে আউট হয়েছেন শূণ্য রানে। দ্বিতীয় ওয়ানডেতে করেন ২৩ রান। আজ আউট হয়েছেন ৩০ বলে খেলে মাত্র ১০ রান করে। দীর্ঘ তিন বছর জাতীয় দলে ফিরে সাতটি ম্যাচ খেলেছে তিনি আর এই সাত ম্যাচে তার সংগ্রহ ১৯, ৩৫, ১, ০, ০, ২৩ ও ১০। এই সাত ম্যাচে তার মোট রান ৮৮, আর গড়-১২.৫৭! গুঞ্জন ছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে আবারও লম্বা সময়ের জন্য জাতীয় দলের বাহিরে থাকতে পারে এ ক্রিকেটার। তাহলে কি ব্যার্থ বিজয়কে আবারো দেখা যাবে জাতীয় দলের বাহিরে? তথ্যসূত্র: বিডি২৪লাইভ এইচ/২২:১০/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ve1cFP
July 29, 2018 at 04:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top