মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নাম জড়াল স্ত্রীয়েরও

নয়াদিল্লি, ২ জুলাইঃ  ধর্ষণ ও প্রতারণার অভিযোগ উঠল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বিরুদ্ধে। সোমবার দিল্লির রোহিনী আদালতে এই অভিযোগ করেন এক মহিলা ৷ অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার নির্দেশে দিয়েছে আদালত। পাশাপাশি, প্রতারণা ও মানসিক নির্যাতন করার অভিযোগ দায়ের করতে বলা হয়েছে মিঠুনের  স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। ২০১৫ থেকে মহাক্ষয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল  বলে  দাবি করেন অভিযোগকারিনী৷

মহাক্ষয় ২০০৮ সালে ‘জিমি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। পরবর্তীকালে ‘হন্টেড-থ্রিডি’, ‘দ্যা মার্ডার’-এর মত ছবিতে অভিনয় করেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KJuh24

July 02, 2018 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top