আমির খান ও ভূষণ কুমার তৈরি করতে চলেছেন ‘গুলশন কুমার’

মুম্বই, ২৬ জুলাইঃ আমির খান প্রোডাকশন এবং টি-সিরিজ একসঙ্গে প্রযোজনা করতে চলেছে গুলশন কুমারের বায়োপিক।

দীর্ঘ অপেক্ষার অবসানে এবার তৈরি হচ্ছে এই বায়োপিক। ছবিটির পরিচালনা করবেন সুভাষ কাপুর। এর আগে অক্ষয় কুমারকে মুখ্যচরিত্রে নিয়ে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘মগুল’। আজ এই খবরটি টুইট করে জানান তরণ আদর্শ।

কিছু সমস্যার কারণে এই ছবি থেকে সরে আসেন অক্ষয় কুমার, এবং প্রজেক্টে যোগ দেন আমির খান। সূত্রের খবর, পরিচালক রাজকুমার হিরানির জন্য ছবিতে উৎসাহ দেখিয়েছেন আমির খান। চিত্রনাট্যের প্রথম ড্রাফট তৈরি হওয়ার পর ভূষণ কুমার চেয়েছিলেন রাজকুমার হিরানি সেটা পড়ুন। হিরানির স্ক্রিপ্টটা পড়ে এতই ভাল লাগে যে তিনি বলেন, আমির খানেরও এই চিত্রনাট্যটা জানা প্রয়োজন। আমির খান ও হিরানির রসায়নের জন্য এই ছবিতে মাথা গলান মিস্টার পারফেকশনিস্ট।

তবে এখনও এই ছবির নাম ভূমিকার অভিনেতা ঠিক হয়নি। ঠিক হয়নি অন্যান্য চরিত্রও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OgBBV8

July 26, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top