নটিংহ্যাম, ১২ জুলাইঃ ইংল্যান্ড সফরে ফের কুলদীপ জাদু। টি২০ সিরিজের শুরুটা করেছিলেন স্বপ্নের মতো। পাঁচ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিয়ে সফরের শুরুতেই রিংটোন বেঁধে দিয়েছিলেন। ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও আবারও দাদাগিরি ভারতীয় চায়নাম্যান বোলারের। বৃহস্পতিবার প্রথম স্পেলে ৪ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড ইনিংসে ব্রেক লাগিয়ে দেন তিনি। শেষ স্পেলে এসে সতীর্থ বোলারদের ব্যর্থতা মুছে ফেরালেন আরও তিন ইংরেজ ব্যাটসম্যানকে। ১০-০-২৫-৬, স্পিন-ম্যাজিকে ব্যাটিং-উইকেটেই আতঙ্ক হয়ে উঠলেন ইংল্যান্ডের জন্য। কুলদীপের দাপটের পরও মরগ্যান ব্রিগেডের স্কোর ২৬৮-তে পৌঁছে গেল। উমেশ যাদব দুই উইকেট নিলেও মার খেলেন। ফলে কুলদীপের ধাক্কায যতটা ব্যাকফুটে থাকার কথা ছিল মরগ্যানদের, তার তুলনায় অনেক ভালো ২৬৮-এ স্কোরে পৌঁছে যেতে সক্ষম হয় তারা।
জবাবে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২.৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৭ রানে খেলছে ভারত। ২৭ বলে ৪০ রান করে আউট হন শিখর ধাওয়ান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৬০ বলে ৬৫) ও বিরাট কোহলি (৫১ বলে ৪৫)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lbo0ws
July 12, 2018 at 11:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন