মুম্বই , ৮ জুলাইঃ পারিবারিক ফার্ম হাউসে বেআইনি নির্মাণের অভিযোগে বলিউড অভিনেতা সলমন খানকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের বনদপ্তর। প্রশাসনিক সূত্রে খবর, রায়গড় জেলার কাছে পানভেলে সলমনদের একটি ফার্ম হাউস রয়েছে। সম্প্রতি সেখানকার এক বাসিন্দা বনদপ্তরের কাছে অভিযোগ করেন, সলমন খানের পরিবার বন আইন ভেঙে নির্মাণকাজ করছেন। এর পরেই সলমন খান, তাঁর ২ বোন আলভিরা, অর্পিতা, ভাই আরবাজ ও সোহেল এবং বাবা সেলিম খান ও মা হেলেনকে নোটিশ পাঠায় বনদপ্তর। অভিযোগের জবাব দেওয়ার জন্য খান পরিবারকে সাতদিন সময় দেওয়া হয়েছে। এর আগেও সলমন ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। খানেরা আইন ভাঙলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুনগান্তিয়ার। অন্যদিকে, সলমনের বাবা সেলিম খানের দাবি, অনুমতি নিয়ে তাঁরা যাবতীয় নির্মাণকাজ করছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u1JV2u
July 08, 2018 at 09:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন