কিলিয়ান এমবাপেসহ ফ্রান্সের পুরো দল এখন কোয়ার্টার ফাইনাল যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। তাদের সবার ভাবনাজুড়ে এখন শুধুই একটা নাম-উরুগুয়ে। ৬ জুন শুক্রবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। স্বাভাবিকভাবেই ফ্রান্সের কোচ-খেলোয়াড়েরা মিলে উরুগুয়ে-বধের পরিকল্পনা আঁটছে। কিন্তু এদিকে এমবাপেরা রাশিয়ায় কোয়ার্টার ফাইনাল প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন, ওদিকে পুরো ফ্রান্স কাঁপছে এমবাপেকে নিয়ে ফাটানো অন্য এক বোমায়। বোমাটা ফাটিয়েছেন ফ্রান্সের সাংবাদিক ব্যাপতিস্তে রিপা। তিনি জানিয়েছেন, এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে! রিয়াল মাদ্রিদের প্রধান টার্গেট নেইমার। এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর জন্য প্রানপণ চেষ্টাই করে যাচ্ছে রিয়াল। নেইমারকে শেষ পর্যন্ত নিতে পারবে কিনা, সেটা বলবে সময়। তবে ব্যাপতিস্তে রিপার দাবি, এমবাপের বিষয়ে পিএসজির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে রিয়াল। পিএসজি-রিয়াল নাকি চুক্তির অঙ্কের বিষয়েও ঐকমত্যে পৌঁছেছে। চুক্তিটা হবে ২৭২ মিলিয়ন ইউরোর! বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা ২৬৩৫ কোটি ২৪ লাখ টাকা মাত্রা! মানে ব্যপতিস্তে রিপার দাবি অনুযায়ী চুক্তটা হলেই ফরাসি বিস্ময়বালক বনে যাবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার। ফ্রান্সের এই ১৯ বছর বয়সী তরুণ বিস্ময়কে গত গ্রীষ্মের দলবদলের সময়ও কিনতে চেয়েছিল রিয়াল। এমবাপের জন্য মোনাকোর কাছে বিশাল অঙ্কের প্রস্তাবও দিয়েছিল রিয়াল। পরে খবরে প্রকাশ, রিয়ালের প্রস্তাবিত অঙ্কটা ছিল ১৮০ মিলিয়ন ইউরো। মোনাকো রাজিও হয়েছিল রিয়ালের সঙ্গে চুক্তি করতে। কিন্তু এমবাপেই তখন বেঁকে বসেন। তিনি রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেই একই দামে যোগ দেন স্বদেশী ক্লাব পিএসজিতে। কিন্তু রিপার দাবি সত্যি হলে মাত্র এক মৌসুম পরই শেষ হয়ে যাচ্ছে তার পিএসজি-অধ্যায়। পরিস্থিতি যা, তাতে ক্রিস্তিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে অন্য ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি এক রকম নিশ্চিত। পর্তুগিজ সুপারস্টার নাকি রিয়াল ছাড়ার পাকা সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন। আর রিয়ালও নাকি বুঝে গেছে, রোনালদো যেতে চাইলে তাকে ধরে রাখতে পারবে না। সুতরাং তারকা খেলোয়াড় কেনাটা রিয়ালের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা একের পর এক খেলোয়াড় কিনে দলে তারার মেলা বসিয়েছে। তাদের সঙ্গে টক্কর দিতে হলেও রিয়াল এই মৌসুমে একাধিক তারকা খেলোয়াড় কেনার পাকা পরিকল্পনা হাতে নিয়েছে। রিপার কথা সত্যি হলে এমবাপে হবেন রিয়ালের প্রথম সওদা। ব্যাপসিস্তে রিপার দাবিটাকে ফু দিয়ে উড়িয়েও দেয়া যাচ্ছে না। কারণ, ফরাসি এই সাংবাদিক এবার যে কয়জন ফরাসি খেলোয়াড়ের দলবদল বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন, সবগুলোই সত্যি হয়েছে। যেমন আতোইন গ্রিজমানের ঘটনা। বিশ্বকাপ শুরুর আগে আগে চারদিকে জোর গুঞ্জন অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন গ্রিজমান। গ্রিজমান নিজেও সেরকম আভাসই দিয়েছিলেন। আর বার্সেলোনা তো ফরাসি এই তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবেই দাবি করা শুরু করেছিল। গণগণে ওই গুঞ্জেনের সময়ই ব্যাপতিস্তে রিপা স্পষ্ট করে জানিয়ে দেন গ্রিজমান বার্সেলোনায় যাচ্ছেন না। তিনি থাকছেন অ্যাতলেতিকোতেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। বার্সার আশায় পানি ঢেলে ২৭ বছর বয়সী গ্রিজমান অ্যাতলেতিকোতে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। থমাস লেমারের ক্ষেত্রেও ব্যাপতিস্তে রিপার ভবিষ্যদ্বাণী শতভাগ সত্য হয়েছে। স্বাভাবিকভাবেই এমবাপে-রিয়ালের খবরটিও ফ্রান্স এবং স্পেনে অন্য রকম আলোড়ন তুলেছে। এমবাপে তার প্রতিভা-সমার্থের প্রমাণ দিয়েছেন আগেই। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাসহ বিশ্বের সাবেক সব তারকা খেলোয়াড়েরাই এমবাপের প্রতিভায় মুগ্ধ। এবারের বিশ্বকাপের মাধ্যমে ফরাসি তরুণ অর্জন করে নিয়েছেন বিশ্ব-তারকার খেতাবও। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছেন এমবাপে। তার গতির কাছেই হার মেনেছে পরাশক্তি আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিপক্ষে সেই বিস্ময়কর পারফরম্যান্সই কি ১৯ বছর বয়সী তরুণের দাম ১৮০ মিলিয়ন থেকে বাড়িয়ে এক লাফে ২৭২-তে নিয়ে তুলল? সূত্র: পরিবর্তন এমএ/ ১১:৩৩/ ০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KNO80f
July 05, 2018 at 05:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন