মহারাষ্ট্রের ৯টি মহিলা সংশোধনাগারে বসল স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন

মুম্বই, ৩ জুলাইঃ মহিলাদের জন্য অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র রাজ্য কমিশন। রাজ্যের মোট ৯টি মহিলা সংশোধনাগারে রাখা হবে নতুন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। তাতে উপকৃত হবেন ইরাওয়াড়া, থানে, কোলহাপুর, ঔরঙ্গাবাদ, নাগপুর, অমরাবতী, কল্যাণ, বাইকুল্লা ও চন্দ্রপুরের সংশোধনাগারের ১,০২৩ জন মহিলা বন্দি। এমনকি কমিশন এও সিদ্ধান্ত নিয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে ওই সব জেলে বসানো হবে বার্নিং মেশিন। যাতে খুব সহজেই ব্যবহৃত প্যাড নষ্ট করে দেওয়া যায়। এছাড়া জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, অত্যন্ত কম খরচে বন্দিদের মধ্যে প্যাড বিলি করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KM9ATd

July 03, 2018 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top