ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এ ফুটবলার দীর্ঘ ১০ বছর ধরে রিয়াল মাদ্রিদে খেলছেন। তবে এবার গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো। আর জুভেন্টাসে গেলে নিশ্চিতভাগে ঠিকানা বদলে যাবে এ ফুটবলারের। ইতালির গণমাধ্যমে বলা হয়েছে, রোনালদোর জন্য ইতিমধ্যেই বিলাসবহুল বাড়ি ঠিক করা হয়েছে। আর রোনালদোর জন্য যে বাড়িটি ঠিক করা হয়েছে সেই বাড়িতে অতীতে জিনেদিন জিদান, ইতালির বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক ফাবিও কানাভারোও থেকেছেন। ওই বাড়িটি এক হাজার বর্গমিটার এলাকার উপরে তৈরি। তিনটি ফ্লোরে ২০০টি রুম রয়েছে। তার মধ্যে আটটিই বেডরুম। বাড়িটির মধ্যে রয়েছে দুটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মাধ্যমে রোনালদো সুইমিং পুলে পৌঁছে যেতে পারেন। পাপারাৎজিদের হাত থেকে বাঁচার জন্য বিশেষ একটি বাঙ্কারও রয়েছে বাড়িটিতে। বাড়িটির ভাড়া কত তা জানা যায়নি। তবে কানাভারো বার্ষিক ৬ লাখ ইউরো দিতেন। কানাভারোর সময় আর এখনকার সময় এক নয়। বাড়ির ভাড়া এখন আরও বাড়বে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2znj7Pk
July 07, 2018 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top