চ্যালেঞ্জটা বেশ বড়ই, সামনে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পার হতে হবে বাছাইপর্বের বাধা, আগামী ৭ জুলাই নেদারল্যান্ডসে শুরু হবে সেই অভিযান। তার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে দাঁড়াতেই দিলেন না সালমারা। মাত্র ৪৮ রানের লক্ষ্যটা পেরিয়ে গেছেন ১ উইকেট হারিয়েই। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যে আটটি দল খেলছে, এর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার আপ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ। বাংলাদেশের মেয়েরা তার আগে নিজেদের আত্মবিশ্বাসের জ্বালানি ঝালাই করে নিল ভালোভাবেই। শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড, একটা সময় অলআউট হয়ে যায় ৪৭ রানে। ৪৮ রানের লক্ষ্যে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর আয়েশা রহমান ও শারমিন সুলতানা মিলে সহজ জয় এনে দিয়েছেন। আয়েশা অপরাজিত ছিলেন ২৩ রানে, শারমিন মাঠ ছেড়েছেন ১৮ রানে। সূত্র: সারাবাংলা এমএ/ ০৮:১১/ ০৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lTUPmw
July 06, 2018 at 02:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top