মুম্বাই, ১৮ জুলাই- নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত বলিউড ও হলিউডের সফল অভিনেতা ইরফান খান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইরফান সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজ। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ইরফানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। ওর (ইরফান খান) সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওর সঙ্গে। আশা করছি, দ্রুত ও সুস্থ হয়ে আবার কাজে হাত দেবে। বিশাল আরো বলেন, হোয়াটসঅ্যাপে আমাদের কথাবার্তা চলতেই থাকে। তবে ইদানিং ইরফান আমাকে ঘুমপাড়ানি গানও রেকর্ড করে শোনায়। এদিকে তার অসুস্থতার খবর নিয়ে মার্চের মাঝামাঝি সময়টায় অজস্র গুজব রটে। পরে টুইটেই নিজের অসুস্থতার খবর জনসমক্ষে আনেন অভিনেতা ইরফান। সে সময়ই জানিয়ে দেন, তিনি নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O1VqiO
July 18, 2018 at 11:58PM
18 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top