ঢাকা, ২৩ জুলাই- চলচ্চিত্র পরিবারের দাবী মেনে শিগগির বাংলা চলচ্চিত্রে ই-টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে জ্যাম ছবির মহরত অনুষ্ঠানে তিনি এমনটা জানান। এ সময় তারানা হালিম বলেন, তথ্য মন্ত্রণালয় এদেশের সংস্কৃতির উন্নয়নের জন্য অবাধে কাজ করে যাচ্ছে। তথ্য মন্ত্রণালয় যে কাজগুলো করছে তা নিবরে বিপ্লব ঘটিয়ে দেয়ার মতো। ই-টিকিটিং নিয়ে তারানা হালিম বলেন, চলচ্চিত্র পরিবার দাবী করেছিল ই-টিকেটিং। তাদের প্রতি শ্রদ্ধা রেখে ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে মিটিং করেছি। চলচ্চিত্রকে দুর্নীতি মুক্ত করতে এবং প্রদর্শক, পরিবেশকদের বাঁচাতে শিগগির ই-টিকেটিং চালু করতে যাচ্ছি। পাশাপাশি বিটিভির ডিজিটালিজেশন চালুর জন্য এরইমধ্যে একটি প্রকল্প শুরু হয়েছে। বিটিভির অনুষ্ঠান একেবারে আধুনিক করা হচ্ছে। পাশাপাশি বিটিভি থেকে পুরস্কার প্রদান চালু করতে যাচ্ছি। সরকারিভাবে তথ্য মন্ত্রণালয় থেকে প্রতিবছর চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়। সেখানে আগামীবার থেকে শিক্ষানবিশ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন। অনুদানের ক্যাটাগরিতে শিক্ষানবিশ নির্মাতাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, সাংবাদিক সহায়তা ও ভাতাপ্রদান নীতিমালা ২০১২, চলচ্চিত্র নির্মাণ নীতিমালা, কেবল নেটওয়ার্ক লাইসেন্স পরিচালনার নীতিমালার কাজ করেছি। এছাড়া কিছুদিন আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, শিক্ষানবিশ নির্মাতাদের চলচ্চিত্র এখন থেকে অনুদানের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, নির্মিত হচ্ছে তথ্য ভবন। গঠিত হচ্ছে তথ্য কমিশন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমতো অনুদানের ছবির অর্থ বৃদ্ধি করা হয়েছে। তারানা হালিম বলেন, ১০৫ একর জমির উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া চলচ্চিত্র শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য একটি অনুরোধ পত্র বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখানে উল্লেখ করেছি, চলচ্চিত্রকে শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য। জ্যাম ছবির মহরতে তারানা হালিম ছাড়াও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। সেখানে আরও উপস্থিত ছিলেন মান্নাপত্নী শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান প্রমুখ। এমএ/ ০৯;২২/ ২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NDUlgf
July 24, 2018 at 03:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top