দলবদলের মার্কেট উন্মোচন হতে এখনো ঢের বাকি। এজন্য আগে বিশ্বকাপ শেষ হতে হবে। তবে এ মহাযজ্ঞের পর্দা না নামতেই গুঞ্জন শুরু হয়ে গেছে। চাউর হয়েছে, রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবকিছুই পাকা, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার পালা। এখন প্রশ্ন হচ্ছে, সিআর সেভেন যদি তুরিনে যান, তাহলে পাওলো দিবালা যাবেন কোথায়? গেল কয়েকবছর ধরে জুভদের স্বপ্নসারথি এ আর্জেন্টাইন। তাকে ঘিরেই সব পরিকল্পনা আঁকে তারা। এখন রোনাল্ডো গেলে তাকে প্রাধান্য দিতে হবে। এতে নানাভাবে বঞ্চিত হতে পারেন পরবর্তী মেসি! তবে চিন্তা নেই। দিবালার জন্য সবসময় দরজা খুলে রেখেছে লিভারপুল। চাইলেই অলরেডদের ডেরায় ভিড়তে পারবেন তিনি। শুধু চাইলেই না, তাকে মনেপ্রাণে চাচ্ছে ইংলিশ ক্লাবটি। এজন্য নাকি দৌড়ঝাঁপও শুরু করেছে কর্তৃপক্ষ। দিবালাকে দারুণ মনে ধরেছে লিভারপুল কোচ জার্গেন ক্লপের। উঠতি তারকাকে শিষ্য বানাতে উঠেপড়ে লেগেছেন তিনি। যোগাযোগও শুরু করে দিয়েছেন। আর্জেন্টাইন সুপারস্টারের সাবেক এজেন্ট গুস্তাভো মাস্কার্দির সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ এজেন্টই ২৪ বছর বয়সী ফুটবলারকে আর্জেন্টিনা থেকে ইতালিতে নিয়ে আসেন। শোনা যাচ্ছে, ৮৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন রোনাল্ডো। দিবালাকে পেতে হলে এর চেয়েও বেশি গুণতে হতে পারে লিভারপুলকে। তাতেও নাকি পিছু হটছে না আগামী চ্যাম্পিয়নস লিগ শিরোপাপ্রত্যাশী ক্লাবটি। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KEQzpL
July 08, 2018 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top