নয়াদিল্লি, ২৮ জুলাইঃ ‘হরলিক্স’ ব্র্যান্ডটিকে বিক্রি করতে চলেছে জিএসকে। আর এই সুযোগ নিয়ে হেল্থ ড্রিংকের বাজারে পা রাখতে চলেছে আইটিসি লিমিটেড। আগামী মাসে শুরু হবে নিলাম। সঠিক দামে পেলে জিএসকে-র থেকে আইটিসি ‘হললিক্স’ ব্র্যান্ড কিনতে আগ্রহী। শুক্রবার একথা জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরি।
এদিকে শুধি আইটিসি নয়, নেস্টলে, ইউনিলিভার, পেপসিকো, অ্যাবটের মত বহুজাতিক বিদেশি সংস্থা ‘হললিক্স’-সহ জিএসকে হেল্থকেয়ার-এর কনজিউমার নিউট্রিশন ব্যবসা কেনার জন্য আগ বাড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।
এক সময় ভারতের হেল্থ ড্রিকসের বাজারের অর্ধেকের বেশি হরলিক্সের দখলে ছিল। সাম্প্রতি তাদের ব্যবসা অনেকটাই কমেছে। তবে এখনও ভারতের হেল্থ ড্রিংকের বাজারে হরলিকসের অংশিদারিত্ব প্রায় ৪৯ শতাংশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NTjWSK
July 28, 2018 at 12:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন