কলকাতা, ১৩ জুলাইঃ আগামী ১ অগাস্ট থেকে রাজ্যের বেসরকারি বাসচালক এবং কনডাক্টরদের জন্য মাসিক বেতন চালু হতে চলেছে। তবে বেতন কাঠামো বাস মালিক পক্ষই ঠিক করবেন বলে জানা গিয়েছে। বাসে বাসে রেষারেষি এবং তার জেরে দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ করল রাজ্য সরকার। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারি সম্প্রতি বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে চালক, কনডাক্টরদের কমিশন প্রথা তুলে মাসিক বেতন চালু করার প্রস্তাব দেন। একাধিক মালিক সংগঠন এতে রাজি হলেও কীভাবে তা হবে বিষয়টি সরকারকে দেখতে বলেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uy2hYs
July 13, 2018 at 10:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন