ঢাকা, ১০ জুলাই- রাজধানী ঢাকায় বসে ওয়েস্ট ইন্ডিজের ঘটনার সত্যতা যাচাই সত্যি বেশ কঠিন। গুঞ্জন উঠেছে, সোমবার (৯ জুলাই) রাতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলের শৃঙ্খলা ভেঙে সহযোগিদের সঙ্গে অযাচিত বচসা-বিবাদে জড়িয়ে পড়েন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতিও নাকি করেছেন দ্রুত গতির এ বোলার। এ বিষয়ে আকরাম খান বলেন, কই নাতো, আমিতো এমন কোনো ঘটনার কথা শুনিনি। রুবেল শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করেছে এমন ঘটনা আমার জানা নেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, রুবেল প্রত্যাশা মেটাতে পারেননি। এরপর কি কারণে টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ থেকে রুবেল হোসেনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে জানতে চাইলে মিডিয়ার কাছে তা পরিষ্কার করেননি নির্বাচকরা। তবে প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাখ্যা হলো, রুবেল প্রত্যাশা মেটাতে পারেনি, তাই তাকে হয়ত দেশে ফিরিয়ে আনা হবে। প্রধান নির্বাচক বলেন, যদিও ১৬ জনের ওয়ানডে দলে রুবেল আছে। তারপরও আমরা তাকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছি। নান্নু আরো বলেন, মোস্তাফিজ নিজেকে ফিট প্রমাণ করেছে। তাই আমরা ১৬ জনের স্কোয়াড থেকে একজন কমিয়ে আনার কথা ভাবছি। অভিযোগ উঠেছে, ১৪০ কিলোমিটার গতিতে বল করার সামর্থ্য থাকলেও অ্যান্টিগা টেস্টে রুবেল গড় পড়তা ১৩০ কিলোমিটারের আশপাশে বল করেছেন। যা দেখে হতাশ হয়েছেন কোচ। খোঁজ নিয়ে জানা গেছে নতুন কোচ স্টিভ রোডস আর অধিনায়ক সাকিব আল হাসান দুজনই রুবেলের ব্যাপারে অসুন্তুষ্ট। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JbhfsP
July 11, 2018 at 05:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top