গায়ানা, ২৩ জুলাই- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ারডে নিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেল টাইগারদের। ক্যারিবীয় দ্বীপে ৪৮ রানের জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ২৩১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। আর তাতেই ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় টিম বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ের পর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, দেশের জন্য হৃদয় দিয়ে খেললে জয় পাওয়া কঠিন কিছু নয়। তিনি বলেন, অনেকদিন বল করি না। হাঁটু এখন ঠিক আছে। কাজটা কঠিন, কিন্তু আমি উপভোগ করেছি। খেলাটা দেশের জন্য, তাই আপনাকে হৃদয় দিয়ে খেলতে হবে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। বাংলাদেশ এদিন সাকিবের ৯৭ এবং ম্যাচসেরা তামিমের অপরাজিত ১৩০ রানে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায়। শেষ দিকে মুশফিক ১১ বলে ৩০ রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন। মাশরাফি বলেন, ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু সাকিব এবং তামিম আমাদের পথে রাখে। আর শেষদিকে এগিয়ে দেয় মুশফিক। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/২৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JNBNrx
July 23, 2018 at 03:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন