বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লজ্জার ইতিহাস গড়ল বাংলাদেশ। মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। এই সংগ্রহ বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন। পাঠকদের জন্য এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন যত স্কোর- ১। আজ প্রথম ৫০ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। ৪৩ রানে অলআউট হয় টাইগাররা। এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ২। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। এটাই ছিল এখন পর্যন্ত বাংলাদেশের দলীয় সর্বনিম্ন সংগ্রহ। ৩। ২০০৫ সালেও এই শ্রীলঙ্কার বিপক্ষেই মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। যথাক্রমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই স্কোর। ৪। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকাতে মাত্র ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫। ২০০৭ সালে কলোম্বতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানে অলআউট হওয়ার রেকর্ড বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৭:১৪/০৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Nqkos1
July 05, 2018 at 03:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন