স্মার্টফোন রক্ষায় আসছে মোবাইল এয়ারব্যাগ

নয়াদিল্লি, ৪ জুলাইঃ অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে এখনকার স্মার্টফোনগুলি বেশ হাইটেক এবং অত্যন্ত দামী। তবে এত দাম দিয়ে কেনা সাধের স্মার্টফোনটি হাত থেকে পড়ে গেলেই শেষ। তাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই পরিস্থিতি মোকাবিলার জন্য ফোনগুলিতে সে রকম কোনও ফিচার্স নেই।

তবে খুব শিগগিরই এখন এই সমস্যার সমাধান আসছে বাজারে। উপায় বের করলেন জার্মানির এক ছাত্র ফিলিপ ফ্রেনজেল। যেটি আসলে একটি মোবাইল এয়ার ব্যাগ। ফোনটি মাটিতে পড়ার উপক্রম হলেই ওই এয়ারব্যাগ তা আন্দাজ করতে পারে। এরফলে ভুলবশত ফোনটি মাটিতে পড়ে গেলেও আঘাত থেকে রক্ষা করবে এই এয়ারব্যাগ।
জার্মানির ওলন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফ্রেনজেল এই মোবাইল এয়ারব্যাগের জন্য জার্মান মেকাট্রনিক্স সোসাইটি থেকে পুরস্কারও পেয়েছেন।
কিছুদিনের মধ্যেই কিকস্টার্টারের মাধ্যমে এই এয়ারব্যাগ লঞ্চ করা হতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lSxJwE

July 04, 2018 at 06:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top