রোববার বর্ণবাদের অভিযোগ তুলে জার্মান জাতীয় দল থেকে পদত্যাগ করেছেন মেসুত ওজিল। ২৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের আচমকা পদত্যাগে হতবাক বিশ্ব। কিন্তু বিস্ময়করভাবে ওজিলের পদত্যাগে আনন্দ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট উলি হোনেস। তার অভিযোগ, অনেকদিন ধরেই নাকি বাজে খেলছিলেন ওজিল। নিজের পারফরম্যান্স তিনি এখন ছবির পেছনে লুকাচ্ছেন। ওজিলের পদত্যাগে খুশি জার্মান জায়ান্ট ক্লাবটির প্রেসিডেন্ট হোনেস বলেছেন, আমি আনন্দিত যে এই ক্ষত এখন নেই। ওজিল অনেক বছর ধরে বাজে খেলছিল। সে সর্বশেষ সফল ট্যাকেল করেছিল ২০১৪ এর বিশ্বকাপের আগে। সে সবসময় ক্রস পাসে খেলে। এখন সে তার বিষ্ঠার মতো পারফরম্যান্স একটা ছবির পেছনে লুকাচ্ছে। সেইসাথে ওজিলের দুর্বলতা নিয়ে রীতিমতো কটাক্ষ করে তিনি আরো বলেছেন, আমরা যেখানেই আর্সেনালের বিপক্ষে খেলেছি, আমরা তার দিক দিয়ে খেলেছি। কারণ আমরা জানতাম সে দলের দুর্বল পয়েন্ট। বিশ্বকাপের আগে লন্ডনে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে দেখা করেছিলেন তুর্কি বংশোদ্ভূত ওজিল। মূলত নিজের তুর্কি ঐতিহ্যের কারণেই এরদোয়ানের সাথে দেখা করেন তিনি। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি জার্মানরা। কারণ এরদোয়ানের সাথে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সম্পর্কটা মোটেও ভাল নয়। দুই দেশের রাজনৈতিক সম্পর্কও বেশ উত্তপ্ত। এই পরিস্থিতিতে তুর্কি প্রেসিডেন্টের সাথে ওজিলের সাক্ষাতের বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি জার্মানরা। এরপর থেকেই তীব্র সমালোচনার শিকার হতে থাকেন ওজিল। দেশটির রাজনীতিবিদ থেকে শুরু করে এমনকি ফুটবল অ্যাসোসিয়েশনের তোপের মুখে পড়তে হয় তাকে। পাশাপাশি মাঠে নিজ দেশের দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হয়। এ সব মিলিয়ে জার্মানির জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল না খেলার সিদ্ধান্ত নেন তিনি। সূত্র : মেট্রো এমএ/ ০৯:০০/ ২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uJFDNU
July 24, 2018 at 03:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top