কলকাতা, ২৬ জুলাইঃ পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের পরপর খুন। ঘটনায় দু’জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এদিকে এই ঘটনার ছ’বছর পর ফের গ্রেফতার করা হল আরও একজনকে। হাওড়ার বাঁকড়া থেকে মহম্মদ সাহুদ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ২০১২ সালে দুর্গা পঞ্চমীর দিন বড়বাজারে ঠাকুর দেখার ভিড়ের পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটা করতে এসেছিলেন প্রচুর মানুষ। সবকিছুর মাঝেই যমুনালাল বাজাজ স্ট্রিটে খুন হন ৫৬ বছরের ফল বিক্রেতা মহম্মদ আরিফ। দুটি বাইকে করে আসে আততায়ীরা। ওয়ান শর্টার থেকে গুলি করে আরিফকে। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু ফেরার ছিল দুই সঙ্গী। অভিযোগের ভিত্তিতে মহম্মদ বসির আলম এবং মহম্মদ শামি নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। খুন ও পালটা খুনের এই রক্তাক্ত খেলায় এখনও পর্যন্ত দুই পরিবারের ঠিক কতজন খুন হয়েছেন, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JWrnpE
July 26, 2018 at 12:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন