‘মারিয়া’য় বিপর্যস্ত পূর্ব চিন

বেজিং, ১২ জুলাইঃ বিধ্বংসী টাইফুন ‘মারিয়া’র প্রভাবে তছনছ পূর্ব চিন উপকূল। যার জেরে বুধবার সকালে ফুজিয়ান প্রদেশে ব্যাপক ধস দেখা যায়। এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ঝেজিয়াং প্রদেশ, ওয়েনঝো শহর থেকে প্রায় ২.৭০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। ঝড়ের প্রভাবে দক্ষিণ চিন সাগর ব্যাপক জলস্ফীতি দেখা যায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইছে পূর্ব চিনের উপর দিয়ে। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই শক্তিশালী ছিল মারিয়া। বিপদের আশঙ্কা এখনও না কাটায় নতুন করে সতর্কতা জারি করেছে সে দেশের হাওয়া অফিস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zyZlAO

July 12, 2018 at 04:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top