রো’হিট’-এর দাপটে প্রথম ম্যাচে হেলায় জিতল ভারত

নটিংহ্যাম, ১৩ জুলাই ঃ প্রথমে কুলদীপ যাদবের লেগস্পিনের ভেলকি। তারপর রোহিত শর্মার দাপুটে সেঞ্চুরি। দুইয়ে ভর করে নটিংহ্যামে একদিনের সিরিজের প্রথম ম্যাচে হেলায় ইংল্যান্ডকে হারাল ভারত। ৫৯ বল বাকি থাকতেই আট উইকেটে জিতলেন বিরাট কোহলিরা। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। শুরুটা ভালোই করেছিলেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রথম উইকেটে ওঠে ৭৩ রান। এরপরই শুরু হয় কুলদীপ যাদবের ভেলকি। তাঁর বলে একে একে ফিরে যান রয়, বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস। কুলদীপকে যোগ্য সঙ্গত করেন আরেক রিস্ট স্পিনার যুজবেেন্দ্র চাহাল ও উমেশ যাদব। ৪৯.৫ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। কুলদীপ ২৫ রান দিয়ে নেন ৬ উইকেট। ভারতের হয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা  ও শিখর ধাওয়ান। শিখর (৪০) তাড়াতাড়ি ফিরে  গেলেও রোহিত শর্মার পাওয়ার হিটিং থামেনি। ১১৪ বলে ১৩৭ রান করেন তিনি। বিরাট কোহলি করেন ৭৫। ৪০.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।  ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LcYLtG

July 13, 2018 at 11:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top