মারাঠি সংরক্ষণের দাবিতে অশান্ত মহারাষ্ট্র

মুম্বই, ২৪ জুলাইঃ চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে ফের অশান্ত হয়ে উঠল মহারাষ্ট্র। বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ। জানা গিয়েছে, এরই মাঝে সোমবার এক আন্দোলনকারী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনায় দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় চলছে বিক্ষোভ। জানা গিয়েছে, ওসমানাবাদ কালেক্টর অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। আগুন নেভাতে গেলে দমকলের একটি ইঞ্জিনেও ভাঙচুর চালানো হয়। চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাচ্ছে মারাঠাদের বিভিন্ন সংগঠন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v1eO6V

July 24, 2018 at 05:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top