ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত ছয় শ্রমিক, আহত দুই

রায়গঞ্জ, ৩১ জুলাইঃ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল ছয় শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় দু’জন উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া রায়গঞ্জ ও ইটাহার ব্লকে। মৃত শ্রমিকদের নাম নাজিমুদ্দিন রহমান(২৮) ওরফে হাবু, মইনুল হক(২২), নাজিম আলি(২৮), কৌশর আলি (২৭),সাহেব আলি(২৫) ও নাজিমুল হক(২১)।  নাজিমুল রহমান ও মইনুলের বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিয়া গ্ৰামে। নাজিমের বাড়ি ইটাহার থানার সুরুন গ্রাম পঞ্চায়েতের পাজল গ্রামে। কৌশরের বাড়ি ইটাহার থানার পাজল গ্রামে, সাহেবের বাড়ি ইটাহার থানার বারিওল ঘাটে। নাজিমুল হকের বাড়ি রায়গঞ্জ থানা বাহিন গ্রাম পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি রাজ্জাক আলি(২৮) ও কুরমান আলি(২২)। তাঁদের বাড়ি রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গিয়া গ্রামে। তাদের সঙ্গে যাওয়া এক শ্রমিক আবিরুল্লা শেখ বলেন, মাস চারেক আগে রায়গঞ্জ ব্লক ও ইটাহার ব্লকের মোট ৪০ জন শ্রমিক একটি বেসরকারি মোবাইল সংস্থায় কাজ করতে যান। সোমবার রাত দশটা নাগাদ উত্তরপ্রদেশের রায়বরেলি স্টেশন সংলগ্ন এলাকায় ১৫ ফুট গর্ত করে তার বসানোর কাজ চলছিল। সে সময় গর্তে নেমে আটজন শ্রমিক তারের লাইনের কাজ করছিল। সেই সময় আচমকাই ধস নেমে ঘটনাস্থলে মাটি চাপা পড়ে মৃত্যু হয় ছয়জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়বরেলি জেলাশাসক বীরেন্দ্র সিং এবং আইজি ডিকে ঠাকুর। ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়বরেলি জেলা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহগুলি রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা করার ব্যবস্থা করেছে উত্তর প্রদেশের রায়বরেলি জেলা প্রশাসন। মৃত্যুর খবর পেয়ে তৎপর জেলা প্রশাসনও। উত্তরপ্রদেশের রায়বরেলির জেলাশাসক বীরেন্দ্র সিং বলেন, ‘মাটির নিচে তার বসানোর কাজ করতে গিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।’ উত্তরপ্রদেশের আইজি ডিকে ঠাকুর বলেন, ‘সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রায়বেড়েলি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।’ এদিন বিকেলে জেলা প্রশাসনের তরফ থেকে মৃত ছ’জন ও আহত দুজনের বাড়িতে দেখা করে আসেন জেলা প্রশাসনের কর্তারা।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M3wplX

July 31, 2018 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top