আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ২৬ জুলাইঃ আরও একমাস বাড়ল আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা। অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি টুইটের মাধ্যমে একথা জানান। এর আগে এই সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত। এবার সেই নির্দিষ্ট ক্যাটেগরিতেই এই সময়সীমা বেড়ে হল ৩১ আগস্ট। বিভিন্ন দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস(সিবিডিটি)।

আয়কর আইনে ২০১৮-১৯ আর্থিক বছর থেকে আয়কর আইনে নতুন সেকশন ২৪৩এফ(243F) যুক্ত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী করদাতা কর দাখিল করার তারিখ পেরিয়ে যাওয়ার পর আয়কর আইনের ১৩৯(১) সেকশন অনুযায়ী কর দেবে।

ফাইনান্স অ্যাক্ট ২০১৭ সংশোধনী অনুযায়ী, যদি কোনো করদাতা তাঁর ২০১৭-১৮ আর্থিক বছরের নির্দিষ্ট কর ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর ৩১ ডিসেম্বরের আগে দাখিল করেন তবে তাঁকে জরিমানা বাবদ ৫ হাজার টাকা দিতে হবে। ১ জানুয়ারি ২০১৯ হলেই তাঁকে সেই টাকার পরিমাণ হবে ১০ হাজার টাকা। তবে, করদাতার আয় ৫ লক্ষ টাকার কম হলে তার জরিমানা ১ হাজার টাকার বেশি হবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mJjSt2

July 26, 2018 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top