ইম্ফল, ৭ জুলাইঃ ভারত সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভিতরে ঢুকে সীমান্ত ফলক (বর্ডার পিলার) তৈরি করেছে মাযানমার। তেংনুপাল জেলার খাওতা এলাকায় এই ঘটনা নজরে আসার পর নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। বিষযটি খতিয়ে দেখতে রাজস্ব মন্ত্রী করম শ্যামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। শ্যাম জানান, ‘মায়ানমার সীমান্ত থেকে ৩ কিলোমিটার ভিতরে মণিপুরের এলাকায় প্রতিবেশী দেশের সীমান্ত ফলকের খোঁজ মিলেছে। কী কারণে মাযানমার ফলকটি লাগিয়েছে তা খোঁজ নিয়ে দেখা হবে। আমরা ওই জাযগায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব।’ স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, কয়েকদিন আগে ভারত ও মায়ানমারের আধিকারিকরা যৌথভাবে সীমা ফলকটি বসিয়েছিলেন। কেন্দ্রের তরফে অবশ্য এবিষয়ে কিছু জানানো হয়নি।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zi75GX
July 07, 2018 at 08:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন