নয়া দিল্লী, ২৬ জুলাই- ২০১৮ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়েছে দিন কয়েক আগে। যেটি দেখে বেশ ক্ষেপেই গেছেণ ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ব্যস্ত সূচির এই টুর্নামেন্ট না খেলে নিজেদের খেলোয়াড়দের শরীর বাঁচানোর পরামর্শ দিয়েছেন তিনি। এবারের এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। যেখানে গ্রুপপর্বের ম্যাচ রয়েছে প্রতিদিন একটি করে। সমস্যাটা আসলে বেশি হবে ভারতের। অন্য দলগুলোর যেখানে বিরতি আছে, ভারতের ম্যাচ পড়েছে টানা দুই দিন। দুবাইয়ে ১৮ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দল, ১৯ সেপ্টেম্বর আবার মহাগুরুত্বপূর্ণ পাক-ভারত লড়াই। দুবাইয়ের তীব্র গরমের মধ্যে টানা দুটি ম্যাচ খেলা অসম্ভব বলেই মনে করছেন শেবাগ। সাবেক এই ওপেনার বলেন, আমি সূচি দেখে ভীষণ ধাক্কা খেয়েছি। এখনকার দিনে কোন দেশ টানা ম্যাচ খেলে? ইংল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যেও দুদিন বিরতি থাকে। আর এখানে আপনি দুবাইয়ের গরম অাবহাওয়ায় খেলবেন ওয়ানডে, সেটা আবার বিরতি ছাড়া। তাই আমি মনে করি না, সূচিটা সঠিকভাবে হয়েছে। এমন তাড়াহুড়ো করে এশিয়া কাপ খেলারই দরকার কি, বুঝতে পারছেন না শেবাগ। ভারতকে এই টুর্নামেন্ট বর্জনের আহ্ববান জানিয়ে তিনি বলেন, এশিয়া কাপ খেলার জন্য এত কান্নাকাটি কেন? এশিয়া কাপ খেলো না। হোম অথবা অ্যাওয়ে সিরিজ খেলার প্রস্তুতি নাও। টানা ম্যাচ খেলা আসলেই খুব কঠিন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OimWcg
July 27, 2018 at 12:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন