২ অক্টোবর থেকে ফের অনশনে আন্না হাজারে

নয়াদিল্লি, ২৯ জুলাইঃ ফের অনশনে বসছেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে। কেন্দ্রে লোকপাল কার্যকর হতে দেরি হওয়ার প্রতিবাদেই আগামী ২ অক্টোবর থেকে অনশনে বসবেন তিনি। দুর্নীতি দমনের ব্যাপারে সরকারের ইচ্ছা নেই অভিযোগ তুলে রবিবার অনশনে বসার কথা ঘোষণা করেন আন্না হাজারে। তিনি বলেন, ‘আগামী ২ অক্টোবর, মহাত্মা গান্ধির জন্মদিবস থেকেই আমার জন্মস্থান মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগান সিদ্ধি গ্রামে অনশনে বসব।’ সমগ্র দেশবাসীকেও দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই প্রবীণ গান্ধিবাদী

প্রসঙ্গত, লোকপাল বিল আনার দাবিতে ২০১১ সালে প্রথম অনশনে বসেছিলেন আন্না হাজারে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর সঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছিলেন। বহু চড়াই-উতরাইয়ের পর ২০১৪ সালে সংসদে লোকপাল বিল পাস হয়। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই বিলে স্বাক্ষর করেন। এরপর চার বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও লোকপাল বিলটি কার্যকর হয়নি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AhbGKk

July 29, 2018 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top