জয়পুর, ২৬ জুলাইঃ বাবরের বাবা হলেন সম্রাট হুমায়ুন! রাজস্থানের আলওয়ারে গণপিটুনির ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজস্থানের বিজেপি সভাপতি মদনলাল সাইনির হঠাৎই বাবর-হুমায়ুনের প্রসঙ্গ টেনে আনেন। মোগল সম্রাটরা গোমাতাকে কতটা শ্রদ্ধা করতেন তা বোঝাতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সম্রাট হুমায়ুন যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন তিনি তাঁর ছেলে বাবরকে ডেকে বলেছিলেন, ভারত শাসন করতে হলে গোরু, ব্রাহ্মণ এবং নারীদের শ্রদ্ধা করতে হবে।’ ঘটনা হল, হুমায়ুন ছিলেন বাবরের ছেলে। ইতিহাস অনুযায়ী, বাবরের বাবার নাম উমর শেখ মির্জা। তিনি ফারজানার আমির ছিলেন। কিন্তু মদনলাল সাইনি যেভাবে ইতিহাস গুলিয়ে ফেলেছেন তাতে কটাক্ষ করেছে কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সহসভাপতি অর্চনা শর্মা বলেন, রাজ্য বিজেপি সভাপতির ওই মন্তব্যে বিস্মিত হওযার কিছু নেই। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভুলভাল ঐতিহাসিক তথ্য দেন। আসল তথ্য যাচাই না করে মানুষের নজর ঘোরানোর জন্যই ওঁরা ইতিহাস বিকৃত করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v8a1AV
July 26, 2018 at 09:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন