বিশ্বকাপের একুশতম আসরের পর্দা নেমেছে। এবার ফুটবল প্রেমীদের চোখ ঘরোয়া লিগগুলোর দল বদলের দিকে। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের পর সেরা তারকারা কে কোন ক্লাবে যাচ্ছেন? ট্রান্সফার মার্কেটে কাদের চাহিদা কত টুকু বেশি এই সব খবরাখবর রাখছেন ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের মাঝেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে গিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকার পরিবর্তে ঐতিহ্যবাহী এই ক্লাবটির কেন্দ্রবিন্দু কে হচ্ছেন সেটিও একটি বড় প্রশ্ন। রাশিয়া বিশ্বকাপে দ্যুতি ছড়ানো দল বেলজিয়াম ফরোয়ার্ড এইডেন হ্যাজার্ডের প্রতি বিশেষ নজর রাখছেন সবাই। রেড ডেভিলসদের অধিনায়ক ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলছেন। বিশ্বকাপের তৃতীয় স্থানের ম্যাচে জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। ইংলিশদের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর হ্যাজার্ড বলেন, দীর্ঘ ৬ বছর চেলসির হয়ে খেলেছি। এখন সময় এসেছে নতুন কিছু করার। গুঞ্জন আগে থেকেই ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়ালেই যোগ দিচ্ছেন বিশ্বকাপে ৩ গোল ও দুটি অ্যাসিস্ট করা এই তারকা। নতুন খবরটি হচ্ছে হ্যাজার্ডকে পেতে রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোসরা। এমনটাই জানিয়েছে ইংলিশ পত্রিকা দ্য ডেইলি স্টার। স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে ইসপিএন জানাচ্ছে, বেলজিয়ান অধিনায়কে সঙ্গে দলটির গোলকিপার থিবো কর্তোয়াকে পেতে মরিয়া মাদ্রিদের দলটি। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপার চেলসির সঙ্গে আরও ১ বছরের চুক্তি থাকলেও ২৬ বছর বয়সী তারকা জন্য ৩৫ মিলিয়ন পাউন্ড নিয়ে অপেক্ষায় করছে রিয়াল কর্তৃপক্ষ। ২০১১ সাল থেকে চেলসির বার পোস্ট সামলাচ্ছেন কর্তোয়া। মাঝে লোনে অ্যাথলেতিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতালেও ফের দ্য ব্লুজদের কাছে ফিরে যান। অন্যদিকে ২০০৭ সালে ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরুর পর ২০১২ সাল থেকে চেলসির হয়ে ২০৮ ম্যাচে ৬৯টি গোল করেন হ্যাজার্ড। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L4reG8
July 19, 2018 at 12:35AM
18 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top