এইচআইভি আক্রান্ত রোগীকে ফিরিয়ে দেওয়ায় শোকজ হাসপাতালের সুপারকে

রায়গঞ্জ, ২৬ জুলাইঃ এইডস আক্রান্ত রোগীর চিকিৎসা না করে হেনস্তা ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। এর জেরে হাসপাতাল সুপার গৌতম কুমার মণ্ডলকে এদিন দুপুরে শোকজ করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। অভিযুক্ত চিকিৎসককে চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রিপোর্ট হাতে পেলেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে৷ তার জন্য রাজ্য স্বাস্থ্যদফতরের কাছে সুপারিশ করবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

উল্লেখ্য, এইচআইভি আক্রান্ত এক মহিলা রোগী পেটের যন্ত্রণা নিয়ে বুধবার সকাল ১০টা নাগাদ চিকিৎসা করাতে এলে তাঁকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। রোগীর মুখে ছুঁড়ে ফেলা হয় পুরনো প্রেসক্রিপশন। এমনকি তাঁকে লাঠি নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এই অমানবিক ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল ক্যাম্পাসে।

হাসপাতালের উলটো দিকে অবস্থিত রোগী সহায়তা কেন্দ্রের সাহায্য নেন রোগীর স্বামী। তবে এব্যপারে হাসপাতাল সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ok8DE0

July 26, 2018 at 09:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top