কাজান, ১ জুলাইঃ ফ্রান্সের কাছে বিশ্বকাপ প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পর দেশের হয়ে অবসর নিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার জাভিয়ের মাসচেরানো৷ চলতি বিশ্বকাপ নিয়ে মোট চারটি বিশ্বকাপ থেললেন ৩৪ বছরের এই তারকা খেলোয়াড়। বিশ্বকাপই যে নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, তা বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন মাসচেরানো। শনিবার ফ্রান্সের বিরুদ্ধে ১৪৭ তম ম্যাচ খেলার পরই অবসর ঘোষণা করেন তিনি৷ ২০০৩ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলেন মাসচেরানো। প্রচারের আলোর বাইরে থেকে আর্জেন্টাইন রক্ষণের প্রহরী হিসেবে দিনের পর দিন ভরসা দিয়েছেন তিনি। দেশের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপার ফাইনাল খেলার রেকর্ড রয়েছে মাসচেরানোর৷ ম্যাচ শেষে সাংবাদিকদের মাসচেরানো বলেন, ‘এখানেই দেশের জার্সিতে ইতি টানলাম৷ ভবিষ্যতের তারাদের জন্য জায়গাটা ছেড়ে গেলাম৷’
ছবিঃ গ্রুপ লিগে নাইজিরিয়ার বিরুদ্ধে রক্তাক্ত মাসচেরানো
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KjspRA
July 01, 2018 at 01:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন