মুসলিমের দান করা জমিতে ৫১ মন্দির

লখনউ, ২ জুলাইঃ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়তে চলেছেন লখনউয়ের মুসলিম ব্যবসায়ী রশিদ নসিম। উত্তরপ্রদেশ ও বিহারে ৫১টি মন্দির গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মন্দির নির্মাণে তিনি জমি এবং অর্থ দিচ্ছেন। রশিদ জানিয়েছেন, এবছরেই নির্মাণ করা হবে ২১টি মন্দির। ৩১টি মন্দির গড়া হবে ২০১৯-এ। পরিবহন, পর্যটন ও জল পরিশুদ্ধকরণ যন্ত্রের ব্যবসা রয়েছে রশিদের। ইসলাম ধর্মাবলম্বী রশিদ সমাজে শান্তি, সৌভ্রাতৃত্বের বার্তা ছড়াতে চান। তাঁর দান করা জমিতে প্রথম মন্দিরটির নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। এলাহাবাদ-বারাণসী হাইওয়ের পাশে মন্দিরটির উদ্‌বোধন হবে শ্রাবণে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lPqCFu

July 02, 2018 at 08:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top