বিশ্বনাথে এলজিইডি সড়কের ভুমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

IMG_20180724_161849বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এলজিইডি’র বাইপাস সড়কের পাশে থাকা অধিগ্রহণকৃত ভুমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সুড়িরখাল গ্রামের পাশে এই সীমানা প্রাচীর নির্মান করছেন একই গ্রামের লন্ডন প্রবাসী মৃত ইন্তাজ আলীর পুত্র ইরন মিয়া (৪০) এর মামাতো ভাই মৃত আফতাব আলীর পুত্র হিরা মিয়া (২৭)। এঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন একই গ্রামের ফুলকাছ আলীর পুত্র হেলাল মিয়া (৪২)। অভিযোগে বলা হয় দখলদার হিরা মিয়ার সাথে কাজে সহযোগীতা করছেন তার নিকটাত্মিয় একই গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র সেবুল মিয়া (২৩), মৃত ইছাক আলীর পুত্র ইব্রাহিম আলী (২৮) ও মৃত সিকন্দর আলীর পুত্র সায়েস্তা মিয়া (৫০)। অভিযোগ পেয়ে সাথে সাথে একজন কার্য্যসহকারি রহিদুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন। তিনি বাইপাস সড়কের সেন্টার (মধ্যস্থান) থেকে ফিতা দিয়ে ৩০ফুর্ট মাপ দেন। এসময় ওই মাপের প্রায় সাড়ে ৬ফুর্ট ভেতরে সীমানা প্রাচীর নির্মাণ করায় তিনি হিরা মিয়া’কে কাজ বন্ধ করার নির্দেশ দেন। এব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী আনোয়ার হোসেন ফোন রিসিভ করেন নি। তবে কার্য্যসহকারি রহিদুল ইসলাম বলেন, এলজিইডির জায়গাতেই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তাই কাজ বন্ধের নির্দেশ দিয়ে গেছেন বলে জানান।
অভিযুক্ত হিরা মিয়া বলেন, এই জায়গাটি লন্ডন প্রবাসী তার ফুফুত্ব ভাই ইরন মিয়া’র বলে দাবি করেন। তিনি প্রবাসী ইরন মিয়ার প্রতিনিধি হয়ে ওই সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তবে সরকার চাইলে যে কোন সময় ভেঙ্গে দিতে রাজি থাকবেন বলে জানান। এব্যপারে অভিযোগকারি হেলাল মিয়া বলেন, সরকারি জায়গায় সীমানা প্রাচীর নির্মান করা হচ্ছে তাই আমি একজন সচেতন ব্যক্তি হিসেবে এই অভিযোগটি দিয়েছি। এখন সেই জায়গা উদ্ধার করা না করা সরকারের ব্যাপার।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LCSD1e

July 24, 2018 at 11:25PM
24 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top